Wellcome to National Portal

"Special Combing Operations" will be conducted to remove behundi and other harmful illegal nets that destroy fisheries resources.

Main Comtent Skiped

Project Visit

প্রকল্প পরিদর্শন

গজারিয়া উপজেলার উত্তরে সোনারগাঁও ও মেঘনা উপজেলা, দক্ষিনে চাঁদপুর জেলার মতলব উপজেলা, পূর্বে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা, পশ্চিমে মুন্সীগঞ্জ সদর ও সোনার গাঁও উপজেলা।গজারিয়ার চারদিকে রয়েছে জালের মত বেষ্টন করে মেঘনা নদী। শীতলক্ষা ও বুড়িগঙ্গার মিলিত ধারা মেঘনা নদীর সাথে গজারিয়ার পশ্চিম পাশে মিশেছে। পরে সোজা দক্ষিন দিকে পদ্মার সহিত মিলিত হয়ে পুনরায় মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। উত্তর ও পূর্ব পাশে মেঘনা ও গোমতির জলধারা মিলিত হয়ে ষাটনলের নিকট মেঘনা নদীতে পতিত হয়েছে। 

মুন্সীগঞ্জ জেলার নদীবেষ্টিত এই গজারিয়া উপজেলায় মৎস্য অধিদপ্তরের দুটি প্রকল্প যথাক্রমে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ II প্রজেক্ট (এনএটিপি-২) (১ম সংশোধিত) এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প চলমান আছে। উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক উক্ত দুটি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে এবং বাস্তবায়িত কার্যক্রমগুলো নিয়মিত পরিদর্শন করা হচ্ছে।