Wellcome to National Portal

"Special Combing Operations" will be conducted to remove behundi and other harmful illegal nets that destroy fisheries resources.

Main Comtent Skiped

Visiting the Union Office

যদিও উপজেলা মৎস্য কর্মকর্তা গজারিয়া, মুন্সীগঞ্জ এর অধীনে ইউনিয়ন পর্যায়ে কোন অফিস নাই, তথাপি ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ II প্রজেক্ট (এনএটিপি-২) (১ম সংশোধিত) এর আওতায় গজারিয়া উপজেলায় ইউনিয়ন পর্যায়ে একটি ফিয়াক সেন্টার চালু করা হয়েছে যা নিয়মিত পরিদর্শন করা হয়। উক্ত ফিয়াক সেন্টারে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং লিফ (লোকাল এক্সটেনশন এজেন্ট ফর ফিসারিজ) কর্তৃক নিয়মিত পরিদর্শন করে চাষীদের মাটি ও পানি পরীক্ষা করে মাছ চাষ বিষয়ক বিভিন্ন পরামর্শ সেবা প্রদান করা হয়।